পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ধর্মশালায় আজ মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচের আগেই টানা তিন জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচটি দুই দলের দুই ক্রিকেটারের জন্য স্মরণীয়। কারণ নিজেদের ক্যারিয়ারের শততম টেস্ট খেলছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শুরুর আগে দুই শিবিরেই তৈরি হয় আবেগঘন মুহূর্তের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুজনই নিজের অনুভূতি জানিয়েছিলেন। এমনকি সতীর্থদের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তারা। তাদের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরাও।
আরও পড়ুনঃ আইপিএলে নিজের শেষ দেখছেন দিনেশ কার্তিক
২০১১ সালে অভিষেকের পর আজ শততম টেস্ট খেলতে নামলেন রবিচন্দ্রন অশ্বিন। শততম টেস্টে নামা ভারতের ১৪তম ক্রিকেটার তিনি। এদিকে ইংল্যান্ডের ১৭তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে নেমেছেন জনি বেয়ারস্টো।
ধর্মশালায় টস হয়ে যাওয়ার পর অশ্বিনকে সংবর্ধনা দেয় ভারত। এ সময় কোচ রাহুল দ্রাবিড়ের কাছ থেকে সম্মান গ্রহণ করেন তিনি। এ সময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন স্ত্রী প্রীতি, দুই মেয়ে আখিরা ও আদ্যা। সারি বেঁধে দাঁড়িয়ে সতীর্থরা। মধ্যমণি যেন রবিচন্দ্রন অশ্বিন।
একই রকম দৃশ্য দেখা যায় ইংল্যান্ড শিবিরেও। শুধু তাই নয়, শুক্রবার ক্রাইস্টচার্চে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার টিম সাউদি এবং কেন উইলিয়ামসন।