আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে এবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড (এনসিবি)। এতে অভিনায়ক করা হয়েছে রোহিত কুমারকে।
এই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে নেপাল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল।
আরও পড়ুন: সৌদির ক্লাবে গার্লফ্রেন্ড রাখার অনুমতি পেলেন নেইমার
জানা গেছে, এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে পাকিস্তান ও ভারতের সঙ্গে লড়বে নেপাল। এছাড়া ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুলতানে পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। এরপর ৪ সেপ্টেম্বর ক্যান্ডিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের সঙ্গে লড়বেন তারা।
এক নজরের দেখে নিন এশিয়া কাপে নেপাল দল:
রোহিত পাওডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভার্তেল ললিত রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দীপ লামিচান, কারান এলসি, গুলশান ঝা, সোমপাল কামি, আরিফ শেখ, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দীপ জোরা, অর্জুন সউদ ও শ্যাম ধাকাল।