পিএসজি ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে এ বিষয়ে কেউ এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দুপক্ষই চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, নেইমারকে নেওয়ার জন্য এরই মধ্যে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন।
আরও পড়ুন: চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাইফউদ্দিন
সৌদির রক্ষণশীল আইনে বিয়ে ছাড়া গার্লফ্রেন্ড নিয়ে থাকা যায় না। তবে সম্প্রতি বিদেশি খেলোয়াড়দের জন্য এই আইন শিথিল করায় নিজ গার্লফ্যেন্ডকে সঙ্গে রাখার সুযোগ পাচ্ছেন নেইমার।
এখানেই শেষ নয়। বেতনের সঙ্গে বেশ বড় কিছু সুযোগ-সুবিধা পাবেন নেইমার। প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িানকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল বাসা, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাস, সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতিটিতে ৫ লাখ ইউরো উপহার পাবেন নেইমার।