গত ২১ জানুয়ারি ইংলিশ ক্লাব কার্ডিফ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ এমিলিয়ানো সালা কার্ডিফ সিটির উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন। এরপরই ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় তার বিমানটি। এক সপ্তাহের বেশি সময় পার হলেও এখনো তার বিষেয় নিদিষ্ট করে জানা য়ায়নি।
এমন অবস্থায় বুধাবার ৩০ জানুয়ারি আর্জেন্টাইন স্ট্রাইকার সালার প্রাক্তন ক্লাব নান্তেস প্রথমবারের মতো মাঠে নামে। তাদের প্রতিপক্ষ ছিল সেন্ট এস্টিয়েনে। এই ম্যাচটি নান্তেস ১-১ গোলে ড্র করে সালা ও সালাকে বহনকারী বিমানের পাইলট ডেভিড ইবোটসনকে উৎসর্গ করেছে।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে ভক্তরা একটি পোস্টারের সামনে ফুল, জার্সি দিয়ে সালাকে শ্রদ্ধায় স্বরণ করেন। এছাড়া উভয় পক্ষের খেলোয়াড়রা আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলারের একটি ছবি সম্বলিত একটি টি-শার্ট পরেন। যার বিপরীত দিকে লেখা ছিল “সালার জন্য প্রার্থনা”।
উল্লেখ্য, ফরাসি ক্লাব নান্তেসে খেলা সালা ১৫ মিলিয়ন ডলারে নতুন ক্লাব কার্ডিফ সিটিতে খেলার জন্য চুক্তিতে সই করেন। এবং ফ্রান্স থেকে এক ইঞ্জিনের একটি ছোট বিমান নিয়ে ইংল্যান্ডে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে ইংলিশ চ্যানেলে পাইলট সহ নিখোঁজ হন। সাতদিন পার হয়ে যাওয়ার পরেও খোঁজ মেলেনি সালার। ধারণা করা হচ্ছে তিনি আর জীবিত নেই।