বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন সাকিব। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। তবে আইপিএল দিয়ে মাঠে ফিরছেন সাকিব। এদিকে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব।
এমনটি কিছুদিন আগেই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আজ সাকিবের প্রিমিয়ার লিগ খেলার বিষয় নিয়ে কথা বলেছেন পাপন। প্রিমিয়ার লিগে সাকিবের খেলার সম্ভাবনা খুব কম বলেই জানিয়েছেন পাপন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব খেলতে চায়। আমাকেও বলেছে। ২০ তারিখে ওকে ডাক্তাররা দেখবে। এরপর জানা যাবে। এটা পুরোটাই ডাক্তারেদর উপর নির্ভর করছে।’
তিনি আরো বলেন, ‘সত্যি কথা বলতে, ওর প্রিমিয়ার লিগ খেলার কোনো সুযোগই দেখি না, এক্কেবারে না। ওদের তো লিস্টেই নাম ছিলো না। খেলতে চাইলেই তো হবে না। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু এতো সহজ জিনিস না যে, ইচ্ছে হলেই খেলবো!’