২৩ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর। অথাৎ চারদিন পরই শুরু হবে ফ্রাইঞ্চাজি লিগের এ জমজমাট আসর।
এই আসরেকে গেল বারের মতো সানরাইজার্স হায়দরাবদের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। তবে এই আসরের শুরু থেকে তিনি অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে রয়ে গেছে এক রকমের ধোঁয়াশা। কারণ হাতের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে আরো কিছুটা সময়ের প্রয়োজন তার।
এদিকে আসন্ন আইপিএলে হায়দারাবাদের সেরা একাদশ বাছাই করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।তার একাদশে ওপেনার এবং অধিনায়ক হিসাবে আছে ডেভিড ওয়ার্নার।ওয়ার্নারের সাথে ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে রেখেছেন ওপেনিং এ।ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পজিশন ৩ নাম্বারে তিনি রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এদিকে হায়দারাবাদ একাদশে চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন আফগানিস্তানের রাশিদ খানকে।
.হার্শার দেওয়া সানরাইজার্স হায়দারাবাদ একাদশঃ
.
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, সাকিব আল হাসান, মানিশ পান্ডে, বিজয় শঙ্কর, দীপক হুডা, ইউসুফ পাঠান, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ।
প্রকাশিত সূচি অনুসারে, ২৩ মার্চ চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮-৩০ মিনিটে। পরের দিন বিকেল ৪টা ৩০ মিনিটে সাকিবের হায়দরাবাদ মুখোমুখি হবে কলকাতার।