বার্সেলোনার হয়ে অভিষেক ঘটেছে লিভারপুল থেকে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সদ্য কেনা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুতিনহোর। অভিষেক ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ‘নাটমেগ’ (দুই পায়ের মধ্যে দিয়ে বল নেওয়া) করে শুরুতেই নজর কাড়েন বার্সা সমর্থকদের। মেসি সুয়ারেজকে কিছু পাস দেয়া কুতিনহো ২৪ টি সফল পাস দিয়ে সৃষ্টি করেছিলেন দুটি গোলের সুজোগ। তাঁর এমন একটি পাস থেকেই গোল করতে ব্যর্থ হন সুয়ারেজ। ম্যাচ শেষে কুতিনহোর উদ্দেশ্যে টুইট করেন সুয়ারেজ, ‘সেমিফাইনাল! অভিষেকের জন্য অভিনন্দন। আশা করি পরেরবার গোল করতে পারব।’
ম্যাচের তখন ৬৮ তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তাকে তুলে ফিলিপ কুতিনহোকে মাঠে নামান বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে।
এস্পানিওলের কোপা ডেল রে সেমিফাইনালের ফিরতি লেগে বিপক্ষে ২-০ গোলে যেটা এই ম্যাচে একটি করে গোল করেন মেসি ও সুয়ারেজ। ম্যাচ শুরুর আগে হ্যাভিয়ের মাসচেরানোকে বিদায় জানিয়েছেন বার্সা সমর্থকেরা। চীনের হেবেই ফরচুনে যোগ দেয়া এ আর্জেন্টাইন ২০১০ সালে নু ক্যাম্পে আসার পর বার্সার অনেক সাফল্যের সঙ্গী হয়েছেন। তাঁকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানিয়েছেন মেসি-সুয়ারেজরা। সমর্থকদের কাছে থেকে বিদায় নেয়ার সময় মাসচেরানোর সাথে ছিলো তার তিন সন্তান। পরে ৩৩ বছর বয়সী এ সেন্টার ব্যাক ম্যাচটি দেখেছেন গ্যালারিতে বসে। কুতিনহোর শরীরে নিজের এতদিনের সঙ্গী ১৪ নম্বর জার্সি দেখে মাসচেরানোর কেমন লেগেছে কে জানে!