ফিলিপ কুতিনহোর অভিষেকের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। কোপা ডেল রের সেমি ফাইনালে ওঠার ম্যাচে ২৫ মিনিটের মধ্যে সুয়ারেজ ও মেসির গোলে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই ছিল বার্সার হাতে। যদিও নিজেদের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল এস্পানিওল কিন্তু বার্সেলোনার মাঠে তারা কোনো সুযোগই পেলোনা। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে বার্সাই উঠে গেছে সেমিফাইনালে। অপর দিকে পুঁচকে লেগানেসের কাছে ২-১ গোলে হেরে রিয়াল মাদ্রিদ ছিটকে পড়লো কোপা ডেল রে থেকে।
বার্সেলোনার হয়ে নবম মিনিটে প্রথম গোলটি করেন লুইস সুয়ারেজ। প্রথম গোলটির কারিগর ছিলেন মেসি। তাঁর বানিয়ে দেয়া বলে ভিদালের পাসে গোলটি করেন সুয়ারেজ। ২৫ তম মিনিটে মেসির আরেকটি গোল। আর এই গোলটি করেই ১৯৫৭ সালে যাত্রা শুরু করা নু ক্যাম্পে হওয়া ৪০০০তম গোল করার ইতিহাসের পাতায় নাম লিখলেন মেসি। এর মধ্যে মেসির গোলের পরিমানই ৭.৭ শতাংশ। ‘অ্যাসিস্ট’ ও গোল হিসাব করলে ১০ শতাংশ। নু ক্যাম্পে ২৯৬টি অফিশিয়াল ম্যাচ খেলেছে মেসি, তার মধ্যে ২৪৩ ম্যাচেই জিতেছে বার্সেলোনা।