8.5 C
New York
Thursday, April 18, 2024

Buy now

কোহলিকে সরিয়ে নতুন অধিনায়ক করা হলো যাকে!

বিশ্বকাপে ভারতের ব্যর্থতার জন্য কাঠগড়ায় উঠেছে কোহলির নেতৃত্ব। কোহলির উপর আর আস্থা রাখতে পারছে না বিসিসিআই। তিন ফরম্যাটে বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে নেতৃত্ব ভাগ করে দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই ৷

দ্বিপক্ষীয় সিরিজে কোহলি ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বে সফল হলেও বড় টুর্নামেন্টে ঠিক যেন তার বিপরীত। ২০১৭ আগে ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল টিম কোহলি ৷

এবার বিশ্বকাপে সেমিফাইনালেই দৌড় শেষ বিরাটদের ৷ নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১ ওভার বাকি থাকতে ১৮ রান দূরে থেমে যায় ভারত। নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও ছাপ ফেলতে পারেননি কোহলি ৷

আসরে ৯ ম্যাচ খেলে টুর্নামেন্টে মোট ৪৪৩ রান করে একাদশতম স্থানে রয়েছেন কোহলি৷ তাই কোহলির উপর চাপ কমাতে যাচ্ছে বিসিসিআই। সংক্ষিপ্ত ফরম্যাটে তার পরিবর্তে এতদিন সহঅধিনায়কের দায়িত্বে থাকা রোহিত শর্মাকে অধিনায়ক করার কথা ভাবছে তারা।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাতে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলের নেতৃত্বের ভার উঠতে যাচ্ছে রোহিত শর্মার কাঁধে। শুধুমাত্র টেস্টের নেতৃত্ব থাকবে কোহলির হাতে। ওয়ানডে সিরিজে তিনি বিশ্রামে থাকবেন। পরে টেস্ট সিরিজে তার নেৃতৃত্বে খেলবে দল।

সংক্ষিপ্ত ফরম্যাটে কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দল রোহিতের নেতৃত্বে বেশ সফল। প্রথমে ২০১৮ মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ও পরে সেপ্টেম্বরে আমিরাতের এশিয়া কাপ। দুইবারই ফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল ভারত। এছাড়া আইপিলে মুম্বাই ইন্ডিয়ান্সকে তিন বার শিরোপা জিতিয়েছেন তিনি।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করবে বিসিআই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিনটি করে টি-২০ ও একদিনের আন্তর্জাতিক এবং দু’টি টেস্ট খেলবে ভারত। এই সফরে সীমিত ওভারের ম্যাচগুলিতে অধিনায়ক কোহলির পাশাপাশি পেসার জসপ্রীত বুমরাকেও বিশ্রাম দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles