ব্রেন টিউমারের চিকিৎসা জন্য বৃহস্পতিবার বেলা ১২টায় সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্টও (সাক্ষাতের নির্ধারিত সময়) ঠিক করেছেন।
৩৭ বছর বয়সী ক্রিকেটার রুবেল গত সপ্তাহে নিজের ব্রেন টিউমার সম্পর্কে জানতে পেরেছিলেন। বৃহস্পতিবার সকালে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়ে ছেলেকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই স্পিনার। ফেসবুক পোস্টে রুবেল লিখেন, বাবা তোমাকে মিস করবো। শুভাকাঙ্ক্ষীরা, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবো সবার মাঝে। ভালোবাসি সবাইকে।
রুবেলের উন্নত চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। ইতোমধ্যে রুবেলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাসহ বিসিবির বিভিন্ন কর্মকর্তারা। দুঃসময়ে সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেককে পাশে পেয়ে ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।