টানা তিনটি একদিনের ম্যাচে হার। তাও আবার ঘরের মাঠে। বিরাট কোহলির নেতৃত্বে যা প্রথম। ঘরের মাঠে বিরাটের নেতৃত্বে প্রথম একদিনের সিরিজেও হার। বিশ্বকাপের আগে সবকিছু ওলটপালট করে দিয়েছে ভারতের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়ন্টির পর ওয়ানডে সিরিজ পরাজয়। এই পরাজয়ে ধাবড়ে না গিয়ে বরং এটাকে শাপে বর মনে করছেন অধিনায়ক কোহলি। এই হার নাকি বিশ্বকাপের আগে দলকে সতর্ক করে দিয়ে গেল। কোথায় কোথায় উন্নতি দরকার। তা বুঝতে পেরে গেছে টিম ইন্ডিয়া। বিরাট তো এমনই দাবি করেছেন।
ম্যাচ শেষে বুধবার কোহলি বলেন, ‘ড্রেসিংরুমে কেউ আতঙ্কে ভুগছে না। বিশ্বকাপের দল আমাদের প্রায় তৈরি।’ নানা কম্বিনেশন দেখে নেওয়া হয়েছে। যে দলটা কোটলায় খেলল। তারা সবাই বিশ্বকাপ দলে থাকার উপযুক্ত। একটা জায়গা নিয়েই অনিশ্চয়তা রয়েছে। হার্দিক ফিট হয়ে গেলে বিকল্প বেড়ে যাবে।’
এই ভারতীয় দল কি বিশ্বকাপ জেতার সামর্থ আছে, এমন প্রশ্নের উত্তরে কোহলি বলেন, ‘বিশ্বকাপে কোনও দলই ফেবারিট হিসেবে শুরু করবে না। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ছাড়াও আমরা রয়েছি। পাকিস্তান নিজেদের দিনে যে কোনও দলকে হারাতে পারে। আমরা শুধু ম্যাচ ধরে ধরে এগোতে চাইব।’