ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো দেড়শ রানের দেখা পেলেন মুমিনুল হক। তার ব্যাটে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। দেড়শ করার পথে দারুণ এক কীর্তি গড়েছেন মুমিনুল। টেস্টের প্রথম দিনে দেশের হয়ে সর্বোচ্চ রানের কৃতিত্ব এখন তার। ২০০৬ সালে ফতুল্লা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহরিয়ার নাফীসের ১৩৮ ছিল আগের সেরা।
তাছাড়া, টেস্টে দ্বিতীয় নতুন বলের প্রথম ওভারে রঙ্গনা হেরাথকে চার-ছক্কা হাঁকিয়ে নিজের টেস্ট রানকে দুই হাজারে নিয়ে গেছেন মুমিনুল হক। ১ হাজার ৮৪০ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। হেরাথকে লং অফ দিয়ে উড়িয়ে তৃতীয় সেশনে মাইলফলক স্পর্শ করেন।
বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুই হাজার রান করলেন মুমিনুল। একটা জায়গায় তিনি বাকি সবার চেয়ে এগিয়ে। সবচেয়ে কম ৪৭ ইনিংসে তিনি এই মাইলফলক ছুঁয়েছেন। ৫৩ ইনিংসে দুই হাজার করে বাংলাদেশের পক্ষে দ্রুত দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড এতদিন ছিল তামিম ইকবালের অধিকারে।
দিন শেষে মুমিনুলের স্কোর দাঁড়িয়েছে ২০৩ বলে ১৭৫ রান আর তার সাথে থাকা মাহমুদুল্লাহ ২০ বলে ৯ রান করেছেন।