19.6 C
New York
Thursday, April 25, 2024

Buy now

সকলের কাছে দোয়া চাইলেন মুশফিক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুশীলনের পর জুম্মার ওয়াক্তের সময় হওয়ায় সেখানকার আল নূর জামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। কিন্তু সেই মসজিদে প্রবেশের পূর্বেই সন্ত্রাসী হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ক্রিকেটাররা।

ঘটনার পর টাইগার উইকেটকিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সবার কাছে দোয়া চেয়েছেন।

মুশফিক লিখেন, ক্রাইস্টচার্চে মসজিদের গোলাগুলি থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা খুবই ভাগ্যবান ছিলাম। আল্লাহকে ধন্যবাদ। আমরা ঘটনার খুব কাছে ছিলাম এবং এই জিনিসগুলো আর অনুভব করতে চাই না। আমাদের জন্য প্রার্থনা করবেন।

Allah saved us today while shooting in Christchurch Mosque…we were so lucky…thanks to Almighty…
We were so close and don’t want to experience these things again…pray for us ????

উল্লেখ্য, স্থানীয় এক নারীর সাবধান বার্তায় মসজিদে ঢোকা থেকে বিরত থাকেন তামিমরা। এরপর দ্রুত তারা টিম বাসে করে অনুশীলন মাঠের ড্রেসিংরুমে নিজেদের আবদ্ধ করেছেন। তবে দলের কোচিং স্টাফ এবং দুই তরুণ সদস্য লিটন কুমার দাস ও নাঈম হাসান রয়েছেন টিম হোটেলেই। তাদেরকে সেখানেই থাকতে বলে দিয়েছেন দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। তিনি সার্বক্ষণিক যোগাযোগ করছেন দেশে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles