হায়দরাবাদে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালো ভারত। অস্ট্রেলিয়ার ২৩৭ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দলীয় ৪ রানের মাথায় শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। তবে দ্বিতীয় উইকেটে ইনিংস মেরামত করেন রোহিত শর্মা ও কোহলি। তারা দুজনে ৭৬ রানের জুটি গড়েন।
এরপর ৪৫ বর থেকে ৪৪ রান কোহলির উইকেট তুলে নেন জাম্পা। অধিনায়ককে হারানোর পর ১৯ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যান রোহিত ৩৭ ও রাযডু ১৩ রানে ফিরে গেলে চাপে পড়ে ভারত।
তবে চতুর্থ উইকেটে দলকে চাপমুক্ত করেন ধোনি ও কোদার যাদব জুটি। তাদের দুজনের অপরাজিত ১৪১ রানের পার্টনারশীপে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। যেখানে যাদব ৮৭ বল থেকে ৮১ রানের ইনিংস খেলেন। তিনি ৯টি চার ও ১টি ছক্কায় তার ইনিংসটি সাজান। আর ৭২ বল থেকে ৫৯ রানের ইনিংস খেলেন ধোনি।
অস্ট্রেলিয়া হয়ে জাম্পা ও কুলটার নাইল ২টি করে উইকেট নেন। ম্যিাচ সেরা হয়ে কেদার যাদব।