হ্যামিলটনের সেডন পার্কে বাংলাদেশি বোলারদের বিপক্ষে টেস্ট ইতিহাসে নিজের সর্বোচ্চ রানের স্কোর গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ১৬৩ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ৭১৫ রানের পাহাড় গড়েছে।
নিউজিল্যান্ডের জন্য এটি যেমন গর্বের তেমনি বাংলাদেশের জন্য লজ্জার। কারণ বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫৯.২ ওভারে ২৩৪ রান তুলতেই সবকটি উইকেট হারায়। নিউজিল্যান্ডের বোলিং তোপে দিশেহরা ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা।
অন্যদিকে বাংলাদেশের বোলার কিউই ব্যাটসম্যানদের সামনে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। ফলাফল নিউজিল্যান্ডের তিন টপ অর্ডার ব্যাটসম্যান বড় রানের দেখা পেয়েছেন। রাভাল ১৩২ ও ল্যাথাম ১৬১ রানে আউট হলেও উইলিয়ামশন ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেন।
বাংলাদেশের তুলে নেওয়া ছয়টি উইকেটে দুটি নিয়েছেন সৌম্য আর একটি করে উইকেট নেন ইবাদত ও মাহমুদুল্লাহ। এই ম্যাচে স্পিন বোলিংয়ে গুরু দায়িত্বে থাকা মিরাজও নিয়েছেন ২টি উইকেট।
৪৯ ওভার বল করে ২৪৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। যা বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। পূর্ব রেকর্ডটি ছিল তাইজুল ইসলামের। গেল বছর জানুয়ারিতে চট্টগ্রামে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭.৩ ওভার বল করে ২১৯ রান দেন ৪ উইকেট এর বিনিময়ে। উল্লেখ্য এক ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন চাক ফ্লিথউড স্মিথ। তিনি এক ইনিংসে ৮৭ ওভার বল করে ২৯৮ রান দেন ইংল্যান্ডের বিপক্ষে।