9.2 C
New York
Saturday, April 20, 2024

Buy now

নারী ফুটবলারদের পাশে ডিএমপির উপ-কমিশনার

অত্যাধুনিক ক্রীড়া সরঞ্জামসহ রংপুরের সদ্যপুস্করিণী যুব স্পোটিং ক্লাবের সব নারী ফুটবলারদের পাশে দাঁড়ালেন ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

রোববার (১৫ মে) বিকালে সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের নয়াপুকুর মিনি স্টেডিয়াম মাঠে নারী ফুটবলাদের হাতে বিপ্লব কুমার সরকারের পক্ষে সরঞ্জামগুলো তুলে দেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

আরও পড়ুন: ম্যাথুস টিকে গেলেন, নাঈম ঝলক দেখালেন

উন্নত প্রশিক্ষণের জন্য রংপুরের ৪ নারী ফুটবলারকে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রীড়া পরিদফতর।

জানা যায়, চাকরি সূত্রে রংপুরের পুলিশ সুপার (এসপি) ছিলেন বিপ্লব কুমার সরকার। কয়েক মাস আগে বদলি হয়ে ঢাকা যান। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও ডিভিশনের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন বিপ্লব কুমার।

রংপুর দায়িত্ব পালনের সময় বিভিন্নভাবে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এর আগে পালিচড়ার ওই নারী ফুটবলারদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তিনি। বদলি হয়ে ঢাকা চলে গেলেও সেই নারী ফুটবলারদের কথা ভোলেননি। তাদের জন্য উন্নত প্রশিক্ষণের সব ধরনের সরঞ্জাম পাঠিয়েছেন বিপ্লব কুমার সরকার।

আরও পড়ুন: অ্যাটলেটিকোকে বিদায় জানালেন লুইস সুয়ারেজ

ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ বলেন, ‘রংপুরের সাবেক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার স্যারের পক্ষ থেকে ক্লাবের খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের জন্য জার্সি, বুট, মার্কার কোন, ফাস্ট এইড, আইসবক্স, হার্ডেল, বিফস্সহ আধুনিক খেলার সরঞ্জাম সামগ্রী হস্তান্তর করা হলো। শুধু তাই নয়, তার উদ্যোগে ঢাকায় স্ট্রাইকার নাসরিন ও রুমির লিগামেন্টের অপারেশন করানো হয়েছে। নাসরিন সুস্থ হলেও রুমি এখনও পুরোপুরি সুস্থ হয়নি। কিছুদিনের মধ্যে ঢাকায় রুমির অপারেশন করানোর ব্যবস্থা করবেন তিনি।’

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles