অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়ার কারণে দুই সপ্তাহের জন্য লিওনেল মেসিকে নিষিদ্ধ করেছে ফরাসি ক্লাব পিএসজি।
ফুটবল বিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও আরএমসি স্পোর্টসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইএসপিএন। তবে ক্লাবের পক্ষ থেকে নিষেধাজ্ঞার ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি।
রোববার (৩০ এপ্রিল) লরিয়েন্টের কাছে ৩-১ গোলে হেরে যায় পিএসজি। এরপরই ক্লাব থেকে অনুমতি না নিয়েই সৌদি যান মেসি।
আরও পড়ুন: এবার আইপিএল ছেড়ে দেশে ফিরছেন মুস্তাফিজ
সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব মেসির সৌদি সফরের খবর টুইটারে শেয়ার করে লিখেন, ‘আমি কৃতজ্ঞতার সঙ্গে সৌদি আরবের পর্যটনের শুভেচ্ছাদূত লিওনেল মেসি ও তার পরিবারকে দ্বিতীয়বারের মতো এখানে ছুটি কাটাতে আসায় স্বাগত জানাচ্ছি। আমরা সৌদি আরবের ঐতিহ্যবাহী ও প্রকৃত অভ্যর্থনায় তাদের স্বাগত জানাতে পেরে আনন্দিত।’