6.8 C
New York
Tuesday, April 23, 2024

Buy now

পাকিস্তানের লাহোরের এটিএম বুথে টাকা নেই!

বুধবার (২৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্টের মাধ্যমে পাকিস্তানের রাজনীতিবিদদের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করেছেন দেশটির সাবেক অলরাউন্ডার ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

হাফিজ তার পোস্টে লেখেন, ‘লাহোরে কোনো পেট্রোল স্টেশনে পেট্রোল নেই? কোনো এটিএম মেশিনেই টাকা নেই? রাজনৈতিক সিদ্ধান্তগুলোর কারণে কেন একজন সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হবে?’

আরও পড়ুন: লাইভ দেখুন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা চতুর্থ দিনের খেলা সরাসরি

সম্প্রতি নানারকম অস্থিরতার কারণে বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যমণি পাকিস্তান। কিছু দিন ধরে পাকিস্তানের রুপির মূল্য কমছে। আর জিনিসপত্রের দাম বাড়ছে তরতর করে। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ভোগান্তি বাড়াচ্ছে দেশটিতে।

এই ভোগান্তিতে অতিষ্ঠ হয়েই পাকিস্তানের সাবেক এ অধিনায়ক ক্ষোভ উগরে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন: অবসরের সিদ্ধান্ত নিলেন ডি মারিয়া!

এছাড়াও মোহাম্মদ হাফিজ তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান, বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পাকিস্তান মুসলিম লিগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নেওয়াজ এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির দৃষ্টি আকর্ষণ করেছেন।

দেশটিতে অবরুদ্ধ এলাকার পেট্রোল পাম্পগুলোর মজুত ফুরিয়ে গেছে। এমনকি অনেক স্থানে এটিএম বুথের টাকাও শেষ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: পৈতৃক বাড়ি ছাড়লেন সৌরভ গাঙ্গুলী!

হাফিজ আরও বলেন, তিনিও তাদেরই একজন। জনগণের জন্য যারা রাজনীতি করেন, তাদের জন্য জনগণের ভোগান্তি স্বাভাবিকভাবেই মানতে পারছেন না তিনি।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles