9.2 C
New York
Friday, March 29, 2024

Buy now

পাকিস্তান বাংলাদেশের চেয়ে ভালো দল: সেলিম মালিক

selim malik,pakistan,bangladesh,cricket,asia cup,
পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক মনে করেন পাকিস্তান দুই ব্যাটসম্যানের দল এবং ক্রিকেটে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ভালো দল। সেলিম মালিক চিন্তিত পাকিস্তানের ব্যাটিং নিয়ে এবং তিনি মনে করেন বাবর আজম ও শোয়েব মালিকই এখন পাকিস্তান দলের মূল ভরসা।বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে সেলিম মালিকের মন্তব্য হলো, ‘পাকিস্তান বাংলাদেশের চেয়ে ভালো দল।’

পাকিস্তানি দৈনিক ‘দ্য ডন’–পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মালিক জানিয়েছেন, ‘অতীতে পাকিস্তান ক্রিকেট দলে এমন অনেক খেলোয়াড় ছিলেন যাঁরা দলের বিপর্যয়ের মুখে শক্ত হাতে হাল ধরতেন। কিন্তু এই দলে তেমন কাউকে চোখে পড়ছে না।’

অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করে মালিক বলেন, ‘আমার মনে হয় সরফরাজের অধিনায়কত্বে ঘাটতি আছে। তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তা ছাড়া ওর ৪ নম্বরে ব্যাট করা নিয়ে আমার আপত্তি আছে। আমি ওকে বলেও ছিলাম। আমার যুক্তিটা হচ্ছে, সরফরাজের মতো আক্রমণাত্মক মানসিকতার ব্যাটসম্যানের ওই জায়গায় ব্যাটিং করা উচিত নয়।’

আশি-নব্বইয়ের দশকে সেলিম মালিককে পাকিস্তানের ব্যাটিংয়ে অন্যতম ভরসা মনে করা হতো। ১৯৯৪ সালের পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়ক ২০০০ সালে ম্যাচ পাতানোর দায়ে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হন। অবশ্য লাহোরের একটি আদালত ২০০৮ সালের এক রায়ে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে রায় দেয়।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles