নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। ম্যাচ শেষে হারের পেছনে কন্ডিশনের সঙ্গে দ্রুততার সঙ্গে মানিয়ে নিতে না পারা এবং টপঅর্ডারের ব্যাটিং ব্যর্থতার কথা জানিয়েছিলেন মাশরাফি। তবে দ্বিতীয় ওয়ানডের আগে হার থেকে ইতিবাচক দিক গুলো থেকে প্রেরণা নেওয়ার কথা জানালেন তিনি।
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানের সঙ্গে মাশরাফি ও মুস্তাফিজদের বোলিং ছিল নির্বিষ। দলীয় রান অর্ধশতক পেরনোর আগেই সাজঘরে ফিরে যায় চার ব্যাটসম্যান। একমাত্র ৯০ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন মিঠুন। চার ব্যাটসম্যানই পার করতে পেরেছিলেন কুড়ি রানের কোটা। অন্যদের কেউই দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি।
কিউইদের বিপক্ষে শনিবার ভোর চারটায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে হারলেই সিরিজ হেরে যাবে তারা। তবে মাশারফি প্রথম ওয়ানডে ম্যাচের ইতিবাচক দিক গুলো থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ থেকে যা ইতিবাচক ছিল, তা নিয়ে ভাবা উচিত আমাদের। সেই ম্যাচে মিঠুন-সাইফউদ্দিন ভালো ব্যাট করেছে। পাশাপাশি মিরাজও। এছাড়া সৌম্যও ভালো শুরু করেছিল। তাই আশা করব, পরের ম্যাচে টপঅর্ডার ভালো রান করতে পারবে।’
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাঈম হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন, টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, রস টেলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।