রাজধানীর হোটেল সোনারগাঁ’তে ২৩৩ জন প্লেয়ারের মধ্য থেকে ক্রিকেটার বেছে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিয়েছে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ১২টি দল। বেলা এগারোটায় শুরু হয় প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটের প্রথম রাউন্ড। প্রিমিয়ার লিগের এই আসরে মোহাম্মদ আশরাফুলকে দলে নিয়েছে মোহামেডন স্পোর্টিং ক্লাব।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসন্ন মৌসুমে বেশ ভালো দল গড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রাজধানীর সোনারগাঁ হোটেলে চলমান প্লেয়ার্স ড্রাফটের তৃতীয় রাউন্ডে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তারকা লিটন দাসকে দলে নিয়েছে তারা। এছাড়া তাদের দলে আছেন নিউজিল্যান্ড সফরে থাকা সাইফুদ্দীন। তিনি ৬ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের জন্য অ্যাভেইলেভেল থাকবেন।
এছাড়া ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত দুই তারকা সোহাগ গাজী এবং আলাউদ্দিন বাবুকেও দলে নিয়েছে মোহামেডান। নিজেদের চতুর্থ রাউন্ডে অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুলকেও দলে ভিড়িয়েছে মোহামেডান। এছাড়া পরবর্তী রাউন্ডে গত আসরের চমক জাগানো পেসার মোহাম্মদ আজিমকে নিতে ভুল করেনি তারা।
মোহামেডান স্পোটিং ক্লাব দলের অন্যনা ক্রিকেটাররা হলেন নিহাদ উদ জামান, নাদিফ চৌধুরি, আবদুল মজিদ, এমডি শাফিউল ইসলাম, সোহাগ গাজী , অভিষেক মিত্রা। এছাড়া দলটি রকিবুল হাসান (১৫ লাখ টাকা), কাজী অনিক (৮ লাখ টাকা), ইরফান শুক্কুর (১৩ লাখ টাকা) প্লেয়ার রিটেইল করেছে।