18.3 C
New York
Wednesday, April 17, 2024

Buy now

১৩ বছর পর ম্যাকগ্রার আসনে কামিন্স

রবিবার টেস্টে বোলারদের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাদের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক নম্বরে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ১৩ বছর পর কোনও অজি পেসার আবার এই মাইলস্টোন স্পর্শ করলেন। শেষ বার ২০০৬ সালে এই কীর্তি গড়েছিলেন গ্লেন ম্যাকগ্রা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর টেস্টের এক নম্বর বোলার হলেন কামিন্স।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১৪টি উইকেট নেন ২৫ বছর বয়সী অজি পেসার প্যাট কামিন্স। যার মধ্যে রয়েছে এক ইনিংসে ৬টি উইকেটও। রবিবার আইসিসি-র প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্টে বোলারদের মধ্যে এক নম্বরে রয়েছেন কামিন্স। কামিন্সের রেটিং পয়েন্ট ৮৭৮। ডারবানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ৩টি উইকেট পেলেও তাঁকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন কামিন্স। দু নম্বর জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৮৬২)। রাবাদা (৮৪৯) নেমে গিয়েছেন তিন নম্বরে।

তালিকায় (৮২১) পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ভারনন ফিলান্ডার, পঞ্চম স্থানে রবিন্দ্র জাদেজার পয়েন্ট ৭৯৪। ষষ্ঠ স্থানে ট্রেট বোল্ড ৭২১। সপ্তম স্থানে জেসন হোল্ডার ৭৭০। অষ্টম স্থানে থাকা মোহাম্মদ আব্বাদ ৭৭০, নবম স্থানে থাকা টিম সাউথির পয়েন্ট ৭৬৭ এবং ৭৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছেন জাদেজা।

২০০৬ সালে অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-এ শীর্ষ স্থান দখল করার পর ২০০৯ সালে মিচেল জনসন কাছাকাছি এসেও এক নম্বর জায়গাটা দখলে নিতে পেরেছিলেন না। কিন্তু ম্যাকগ্রার ১৩ বছর পর আবার টেস্ট বোলারদের সিংহাসনে অজি পেসার প্যাট কামিন্স।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles