আগামী ২৩ মার্চ পানামা ও ২৬ মার্চ চেক রিপাবলিকের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ব্রাজিল স্কোয়াডে জায়গা পেয়েছিলেন দানি আলভেজ। তবে মার্সেয়ের বিপক্ষে আকষ্মিক ইনজুরি জন্য জাতীয় দলে ফেরার স্বাদ পুরণ হচ্ছে না তার। এদিকে আগামী সপ্তাহে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরছেন নেইমার।
ইনজুরির কারণে রাশিয়া বিশ্বকাপে খেলতে পারছিলেন না ৩৫ বছর বয়সী আলভেজ। সেই হতাশ কাটিয়ে এক বছর পর জাতীয় দলের ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। তবে রোববার মার্সেইয়ের বিপক্ষে পিএসজির জেতা ম্যাচে লাফিয়ে হেড করতে গিয়ে বেকায়দায় পড়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পান বার্সেলোনার প্রাক্তন এ তারকা রাইট-ব্যাক।
যা তার জাতীয় দলে ফেরার আশা শেষ করে দেয়। আলভেজের ছিটকে যাওয়া নিশ্চিতকরে তার জায়গায় দলে ডাকা হয়েছে করিস্থিয়ান্সের রাইট-ব্যাক ফাগনারকে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফেডারেশন।
এদিকে ডান পায়ের পাতার মেটাটারসালের আঘাত সারিয়ে দলে ফিরছেন নেইমার।সংবাদ মাধ্যমকে জানান, ‘আগামী সপ্তাহে আমি অনুশীলনে ফিরব। তারপর আমি মাঠে ফিরব এবং ২ সপ্তাহের মধ্যে পুনরায় দলের সঙ্গে যোগ দিব। আমি এরই মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি।’