আর কিছুদিন পরেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর। এ নিয়ে চলছে নানারকম প্রস্তুতি। আগামী ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের এবারের আসর।
ভারতের লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের সূচি প্রকাশ করতে বেশ ঝামেলায় পোহাতে হয়েছে আইপিএল আয়োজক কমিটিকে। যার ফলে প্রথমদিকে গ্রুপ পর্বের সূচি প্রকাশ করা হয়েছিল। তবে এবার আসরের সমাপনির সূচি নির্ধারণ করতে পেরেছে বোর্ড।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে। যদিও তারা নকআউট পর্বের সূচি প্রকাশ করেনি। তবে ভারতভিত্তিক জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর মতে, আগামী ১২ মে আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম।