জানেনকি বিপিএলের সিলেট পর্বের আজকের খুলনা টাইটানসের বিরুদ্ধে চিটাগং-এর ম্যাচের স্কোরটি বিপিএল ইতিহাসের কততম সর্বোচ্চ? আজ খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রান করে চিটাগং। যা কিনা এবারের আসরে সর্বোচ্চ রানের সংগ্রহ ছিলো। আসুন দেখে নিই বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ টি দলীয় স্কোর এর তালিকাঃ
ঢাকা গ্ল্যাডিয়েটরস – ২১৭/৪ বনাম রংপুর রাইডার্স, ২০১৩
চিটাগং ভাইকিংস – ২১৪/৪ বনাম খুলনা টাইটানস, ২০১৯
দুরন্ত রাজশাহী – ২১৩/৬ বনাম বরিশাল বার্নার্স, ২০১৩
খুলনা টাইটানস – ২১৩/৫ বনাম রাজশাহী কিংস, ২০১৭
চিটাগং ভাইকিংস – ২১১/৫ বনাম সিলেট সিক্সার্স, ২০১৭।
উল্লেখ যে, আজ খুলনা টাইটানস ঢাকার দেয়া ২১৫ রানের টার্গেট তাড়া করতে যেয়ে ব্যাটিংয়ে এসে ৮ উইকেটে ১৮৮ রান তুলতে সক্ষম হয়। আর চিটাগংয়ের ৪ উইকেটে ২১৪ রানের ইনিংসটি হলো এবারের আসরের সর্বোচ্চ এবং সমগ্র বিপিএল এর ২য় সর্বোচ্চ।