7.2 C
New York
Friday, April 19, 2024

Buy now

বিশ্বকাপের সবচেয়ে লম্বা ৫টি ছক্কার তালিকায় মাহমুদউল্লাহ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর গ্রুপ পর্বের সর্বমোট ৪৩টি ম্যাচ শেষ হয়েছে গত ৬ই জুলাই। সুতরাং আর তিন ম্যাচ পরেই পর্দা নামতে যাচ্ছে বিশ্বকাপের। যার প্রথমটিতে আজ ম্যানচেস্টারে ১ম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

একদিন বিরতির পর ১১ই জুলাই বার্মিংহামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। লন্ডনে চলমান বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ই জুলাই।

এই ৩টি ম্যাচের আগ পর্যন্ত চলমান বিশ্বকাপের সবচেয়ে বড় ছক্কাটি মেরেছেন উইন্ডিজের জেসন হোল্ডার। বাংলাদেশের বিপক্ষে মাশরাফির বলে ১০৫ মিটার ছক্কাটি এখন পর্যন্ত সর্বোচ্চ।

এই তালিকার সেরা পাঁচে আছেন একজন বাংলাদেশী ব্যাটসম্যানও। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের বলে ৯৮ মিটার ছক্কা মারেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ।

নিচে চলমান বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় ৫টি ছক্কা মারা প্লেয়ারদের তালিকা দেওয়া হলো :

(১) জেসন হোল্ডার (উইন্ডিজ) : টাউনটনে চলমান বিশ্বকাপের ২৩তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজার বলে ১০৫ মিটারের ছক্কাটি হাঁকান উইন্ডিজের জেসন হোল্ডার।

(২) শিমরন হেটমায়ার (উইন্ডিজ): টাউনটনে চলমান বিশ্বকাপের ২৩তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের বলে ১০৪ মিটারের ছক্কাটি হাঁকান উইন্ডিজের শিমরন হেটমায়ার।

(৩) আন্দ্রে রাসেল (উইন্ডিজ): নটিংহ্যামে চলমান বিশ্বকাপের ১০তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এডাম জাম্পার বলে ১০৩ মিটারের ছক্কাটি হাঁকান উইন্ডিজের আন্দ্রে রাসেল।

(৪) মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ): নটিংহ্যামে চলমান বিশ্বকাপের ২৬তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যাট কামিন্সের বলে ৯৮ মিটারের ছক্কাটি হাঁকান বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ।

(৫) ক্রিস গেইল (উইন্ডিজ): ম্যানচেস্টারে চলমান বিশ্বকাপের ২৯তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাট হেনরির বলে ৯৮ মিটারের ছক্কাটি হাঁকান ক্যারিবিয়ান দানব খ্যাত ক্রিস গেইল।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles