প্রকাশিত হয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২০-এর ক্রীড়াসূচি। তবে ২০১১ বিশ্বকাপের পর প্রথমবার আইসিসি-র কোনও ইভেন্টে গ্রুপ স্টেজে মুখোমুখি হচ্ছে না ভারত-পাক৷ অর্থাৎ বিরাট-সরফরাজ দ্বৈরথ হওয়ার সম্ভবনা কম৷ ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে এবং ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত৷
আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপে ভারত-পাক যুদ্ধ দেখার সম্ভবনা কম৷ কারণ গ্রুপে দেখা হচ্ছে না চিরপ্রতিদ্বন্দ্বী এই দু’দেশের৷ নক-আউটে অবশ্য হতে পারে পাক-ভারত মহারণ৷ তবে চলতি বছরে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপে গ্রুপে ভারত-পাক ম্যাচই বাইশ গজের বিশ্বযুদ্ধের ইউএসপি৷ ১৬ জুন ম্যানচেস্টারের বাইশ গজে পাক-ভারত যুদ্ধ দেখতে তাকিয়ে থাকবে ক্রিকেটবিশ্ব৷
কিন্তু পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বযুদ্ধে গ্রুপ পর্বে দেখা যাবে না এ দৃশ্য৷ কারণ বর্তমান দু’দেশের টি-২০ ব়্যাংকিং৷ আইসিসি ব়্যাংকিংয়ে এই মুহূর্তে এক নম্বরে রয়েছে পাকিস্তান৷ আর ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। এই দুটি দলের মধ্যে বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত রয়েছে পুল বি-তে, সঙ্গে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। পুল এ–তে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, আয়োজক অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
২০১৮-র শেষে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী সেরা আটটি দল-পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান সরাসরি কোয়ালিফাই করেছে। ওই দলগুলিকে দুটি পুলে ভাগ করা হয়েছে। সুপার ১২-র বাকি চারটি জায়গা নিয়ে প্রথম রাউন্ডের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
র্যাঙ্কিংয়ে ৯ ও ১০ নম্বরে থাকা দল শ্রীলঙ্কা (গ্রুপ এ) এবং বাংলাদেশ ইতিমধ্যেই প্রথম রাউন্ডের কোয়ালিফিকেশনে সরাসরি এসেছে। চলতি বছরের শেষের দিকে টি ২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফলাফলের ভিত্তিতে প্রতি গ্রুপে তিনটি করে মোট ছয়টি দল যোগ দেবে। ফার্স্ট রাউন্ডে প্রথম স্থানে থাকা দুটি দল সুপার ১২-তে পৌঁছে যাবে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক অস্ট্রেলিয়া ও পাকিস্তান৷ পরের বছর ২৪ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে টি-২০ বিশ্বযুদ্ধের বোধন৷ ভারতের প্রথম ম্যাচ পার্থের নতুন স্টেডিয়ামে আর প্রতিপক্ষ হিসেবে থাকবে দক্ষিণ আফ্রিকা৷ আর গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ অভিযান শুরু করবে এমসিজি-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷
টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মোট ৮টি শহরে ১৩টি ভেন্যু জুড়ে খেলা হবে। দুটো ফাইনালই খেলা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।