9.2 C
New York
Friday, March 29, 2024

Buy now

বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখছে ছেলেটাকে

সারা দেশের মানুষ, ক্রিকেট দুনিয়ার মানুষ এখন তাকে সাকিব আল হাসান নামে চেনে… কিন্তু মা শিরিন রেজা ও বাবা মাশরুর রেজার কাছে সাকিবের নামটি এখনও ফয়সাল

মাগুরায় নেমে যে কাউকে বলেন ‘ফায়সালের বাড়ি কোয়ানে?’

সবাই আঙুল তুলে দেখিয়ে দিবে

মাগুরার সবাই যেন তার আত্মীয় লাগে

ইনফেক্ট বাংলাদেশের সবাই তার আত্মীয় লাগে কালকের পর হোমপেইজে সবার সাথে তার ছবি দেখে তাই মনে হচ্ছে

আমার বউও আপ দেয়ার জন্য সাকিবের সাথে থাকা তার ছবিটা খুঁজলো কিছুক্ষন

মোবাইল থেকে ভুলে ডিলিট করে ফেলেছে নাকি সেটা নিয়ে কাল রাতে কিছুক্ষন গজগজ করল

যেখানে গতকালকের পর থেকে টেন্ডুলকার থেকে শুরু করে ব্রায়ান লারা সবার প্রশংসায় ছেলেটা ভাসছে, সেখানে এই গজগজ করতেও গর্ব লাগে

বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখছে ছেলেটাকে

দিনের পর দিন রেকর্ড করেই যাচ্ছে; সবচেয়ে কম ম্যাচ খেলে ওয়ানডেতে ৫০০০ রান আর ২৫০ উইকেট নেয়ার কৃতিত্বটা তো তার দখলে ছিলই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে দ্রুততম সময়ে ৬ হাজার রান আর ২৫০ উইকেট নেয়ার রেকর্ডটিও এখন সাকিবের দখলে

ওয়ানডেতে সাকিব বাদে এই অর্জন জ্যাক ক্যালিস আর সানাথ জয়সুরিয়া ছাড়া শহীদ আফ্রিদিরও রয়েছে – যিনি ছিলেন সাকিবের আগে সবচেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছানোর রেকর্ডের মালিক

যদিও এই মাইলফলকটি ছোঁয়ার ক্ষেত্রে বুম বুম শহীদ আফ্রিদির চেয়ে ৯২ ম্যাচ কম খেলেন আমাদের সাকিব

এছাড়াও গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলার পথে পার করেছেন ইতিহাসের ১৬তম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এক হাজার রান করার কৃতিত্ব; বলা বাহুল্য যে বিশ্বকাপে এক হাজার রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার তিনিই

তার কৃতিত্ব নিয়ে লেখতে বসলে দিন পার হয়ে যাবে

বাংলাদেশে কতজন যে তাদের বাচ্চার নাম সাকিব আল হাসান রেখেছে তার ইয়াত্তা নেই

বাংলাদেশে কতজনের বিয়ে যে শুধু এই কারনেই হয়েছে যে ‘বাড়ি মাগুরা? ওকে আমরা রাজি’… তার হিসেব নেই

কতজনের তালাক যে সাকিবকে নিয়ে বাজে কথা বলার কারণে হয়েছে তার… না ওয়েট

এখানে আমরা আবার একটু কৃপণ

আমরা দোষ খোঁজায় বড়ই উস্তাদ… আজকে সে খারাপ খেলুক; সে ব্য্যাদ্দপ, তার বউ হিজাব করে না, সাকিব আপনার সালামের উত্তর দেয় নাই’ এরকম কমেন্টে হোম পেইজ ভরে যাবে

এসব কিছুই গায়ে না মেখে সে এগিয়ে যাচ্ছেই যাচ্ছে

আফসোস ব্রায়ান লারা বা টেন্ডুল্কার এই দেশে জন্ম নিলে, এরকম খোঁচা পেতে পেতে আমি শিওর একসময় বিরক্ত হয়ে বলত, ‘ধুরু হাউয়া খেলুমই না’

আমাদের ভাগ্য, বা হয়ত দেশেরই ভাগ্য, এই ছেলেটা টিকে গেছে

এখন আর কেউ নেই তাকে থামানোর… না আমরা নিজেরা… না পুরো বিশ্বের কোন ক্রিকেট প্লেয়ার

আজ অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন; বিশ্বের যে কোন বিজ্ঞ ক্রিকেট দল বাংলাদেশের সাথে খেলতে যাওয়ার আগে সাকিবকে নিয়ে স্টাডি করে

ব্যাটসম্যানরা ভিডিও জুম করে করে দেখে, সে বলের কোন দিকে আঙুল রাখলে সেই বল কোনদিকে টার্ন নেয়

বোলাররা ভিডিও জুম করে করে দেখে, তারে সামনে ঠিক কোথায় বল ড্রপ দিলে সেটা নগদে চার-ছক্কা না হয়ে ২/৩ এর উপর দিয়ে যাবে

প্রচণ্ড গর্ব হচ্ছে ওকে নিয়ে লিখতে

এমন একটা ছেলে, যাকে নিয়ে লিখতেও গর্ব হয়

আজকে বিশ্ব থেকে ১১ জনের একটা টিম হোক অন্য প্ল্যানেটের এলিয়েনদের সাথে খেলার জন্য, সেখানে আলাদা ভাবে ব্যাটসম্যান হিসেবেরও তার নাম থাকবে, বোলার হিসেবেও থাকবে, ফিল্ডার হিসেবেও থাকবে

এই তুখোড় ছেলেটাকে আমরা সঠিক ভাবে সমাদর করতে পারছি না

এখনও সামনে প্রচুর সময় আছে

মাত্র পনের বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগ পাওয়া এই ৩২ বছর বয়সী ছেলেটার সামনে আসলেই আরও প্রচুর দিন বাকি আছে

দোয়া করি, ছেলেটার জন্য

তার বউ হিজাবি হোক

অপ্স… বাঙ্গালির টিপিক্যাল মাইন্ডসেট থেকে দেখি বের হওয়াই টাফ

পারলো কেমনে ছেলেটা এতো প্রেসারে এগুলোকে থোড়াই কেয়ার করি ভাব নিয়ে এক লক্ষ্যে থেকে এগিয়ে যেতে?

পারলো কেমনে?

ক্রেডিডটা একমাত্র তারই, শুধুই তারই

আরিফ আর হোসেনের ফেইসবুক পেজ থেকে বিডি স্পোর্টস নিউজের পাঠকদের জন্য হুবুহু তুলে দেওয়া হলো।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles