15.3 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

ভারতকে বুঝিয়ে দিল হংকং

ভারত হংকং এর খেলার পরে পুরো

BDSports News,ক্রিকেট,এশিয়াকাপ,ভারত,হংকং
ছবি প্রথম আলো

ক্রিকেট প্রেমিদের মনে আখন এক কথা ভারতের মত শক্তিশালি দল্কেও হারাতে বসেছিল হংকং।
জিত্তে পারেনি হংকং কিন্তু ভারতকে বুঝিয়ে দিয়েছে তারা অনডে ক্রিকেট খেলার জগ্যতা রাখে।তাদের কে দুর্ব্ল করে দেখার কোন অবকাস নেই এখন কোন টিমের।
অংশুমানের হতাশা বুঝি বেশিরভাগ ক্রিকেটপ্রেমীর মনের কথা। আইসিসির পুঁচকে সহযোগী দেশের কাছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় দলের হার—এমন অবিশ্বাস্য ব্যাপার তো প্রতিদিন দেখা যায় না। কাল এই অবিশ্বাস্য ঘটনা জন্ম দেওয়ার সুবাস ছড়িয়েও পারেনি হংকং। ভারতের ২৮৫ রান তাড়া করতে নেমে তাঁরা হেরেছে মাত্র ২৬ রানে। এই ফলে অবশ্য হংকংয়ের লড়াইয়ের সঠিক চিত্র পুরোপুরি বোঝা যাবে না। প্রায় তিন শ রান তাড়া করতে নেমে হংকংয়ের প্রথম উইকেট পরেছে ৩৫তম ওভারে! স্কোরবোর্ডে দলটির রান ততক্ষণে ১৭৪। ভারতের তারকাখচিত বোলিং লাইনআপের বিপক্ষে সহযোগী দেশের এমন ব্যাটিং—ভাবা যায়!
হংকংয়ের ওপেনিং জুটি ভারতের রান তাড়া করতে কতটা দৃঢ়প্রতিজ্ঞ ছিল সেটি বোঝাচ্ছে পরিসংখ্যান। ১৭৪ রানের জুটি গড়ার পথে তাঁরা ভেঙেছেন হংকংয়ের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড। এ দুজনের বিপক্ষে ভারতের বোলিং লাইন কতটা নখদন্তহীন ছিল সেটিও বুঝিয়ে দিচ্ছে পরিসংখ্যান—দলটি তাঁদের ৪৪ বছরে ওয়ানডে ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো ম্যাচের প্রথম ৩৩ ওভারের মধ্যে কোনো উইকেট ফেলতে পারেনি।
টুইটারে তাই ভারতের বোলারদের ধুয়ে দিয়েছেন ভারতেরই ক্রিকেটপ্রেমীরা। গৌরব শেঠী নামের এক ক্রিকেটভক্ত ভারতের কোচ রবি শাস্ত্রীকে খোঁচা মেরে টুইট করেছেন, ‘অপেক্ষা করছি শাস্ত্রী কখন বলবেন, ভারতের এই দলটা ১৯৮৩ সালের পর সেরা।’ আরেকজনের রসিকতা, ‘আজ রাতে হংকংয়ের প্রথম উইকেট যে নেবে তাঁকে ৫০ লাখ রুপি পুরষ্কার দেবে বিসিসিআই।’ শাস্ত্রীকে খোঁচা মেরে আরেক ভারতীয় ক্রিকেটপ্রেমীর টুইট, ‘১৯৮৩ সালের পর এটাই ভারতের সেরা দল। ভারতের বাইরে হংকংয়ের মতো দলের বিপক্ষে দল যা অর্জন করেছে তা অসামান্য।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles