মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিনম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ জয় নিয়ে দেশে ফিরছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।
বৃহস্পতিবার (১১ মে) মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৩৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে ভবিষ্যৎ টাইগাররা। মুম্বাইকে তাদের ঘরের মাঠ শচীন টেন্ডুলকার জিমখানা স্টেডিয়ামে হোয়াইটওয়াশ করার দিনে ম্যাচসেরা হয়েছে দেবাশীষ সরকার দেবা।
আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানের ‘হাইব্রিড মডেলের’ বিপক্ষে বাংলাদেশ-শ্রীলঙ্কা
এদিন টস জিতে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল। আজিজুল হাকিম তামিম এদিনও বলার মত রান করতে ব্যর্থ। অপর ওপেনার, দলের অধিনায়ক জাওয়াদ আবরার ৫৫ বলে খেলেন ৪৩ রানের ইনিংস।
এরপর তিনে নেমে কালাম সিদ্দিকী এলিন খেলেন ৬৬ বলে ৩৬ রানের ইনিংস। সামিউন বশির রাতুল (৯), তাওয়াফ নওয়াজ (১১) ও রিফাত বেগ (৩) দ্রুত ফিরলেও টলানো যায়নি দেবাকে।
মুম্বাইয়ের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ৫৯ বলে ৩ চার ও ৮ ছক্কা হাঁকিয়ে ৮৩ রান করেন দেবা। তার এমন দাপুটে ব্যাটিংয়ে ৫০ ওভারে সফরকারীরা গুটিয়ে যায় ২৬৯ রানে।
আরও পড়ুন: বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সরাসরি দেখাবে যে চ্যানেল
ব্যাটিংয়ের মত বোলিংয়েও দাপট দেখিয়েছেন দেবা। সপ্তম বোলার হিসাবে বল করতে এসে ৩ উইকেট নেন তিনি। একটি করে শিকার শেখ ইমতিয়াজ শিহাব, কায়েস রহমান লাবিব, জাওয়াদ আবরার ও আহসান আল মুমিনের।
সফরকারীরা জয় পায় ১৩৮ রানের বিশাল ব্যবধানে। ম্যাচসেরা হন দেবা।