7.8 C
New York
Thursday, April 18, 2024

Buy now

কোহলিদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী একাদশ

[et_pb_section admin_label=”section”] [et_pb_row admin_label=”row”] [et_pb_column type=”4_4″][et_pb_text admin_label=”Text”]

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ১৫ ই এপ্রিল সোমবার একমাত্র ম্যাচে মাঠে নামছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে আইপিএলের ২৯ তম ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের মাঠে।

এবারের আইপিএলের আসরে কোহলির দল ব্যাঙ্গালুরুর অবস্থা শুরু থেকেই খুবই শোচনীয়। ৭ ম্যাচ খেলে ১ টি মাত্র ম্যাচে জয়ের দেখা পেয়ে পয়েন্ট টেবিলের তলাটিতে অবস্থান করছে ব্যাঙ্গালুরু। প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একমাত্র জয় তুলে নিয়ে টানা হারের কলঙ্ক কিছুটা হলেও লাঘব করেছে কোহলি-ডি ভিলিয়ার্সরা।

মোটামুটি ভালো অবস্থানে থাকা মুম্বাইয়ের ব্যাটসম্যানরা প্রায় সবাই ব্যাটে রানের দেখা পাচ্ছে আর বোলাররাও ভালো করছে। আজকের ম্যাচে মাঠে নামার আগে দারুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সামনে হাতছানি দিচ্ছে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের সম্মানজনক ক্লাবের দরজা। আর মাত্র ৪০ রান করলেই এই ভারতীয় ওপেনার ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। বর্তমানে রোহিতের টি-টোয়েন্টি রান হলো ৭৯৬০।

অন্যদিকে, মুম্বাইয়ের হার্দিক পান্ডেও আছেন এক অনন্য মাইলফলকের সামনে। আর মাত্র চারটি উইকেট পেলেই আইপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন এই অলরাউন্ডার।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক(উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার, আলজারি জোসেফ, জাসপ্রিত বোমরাহ ও জেসন বেহরেনডোর্ফ।

[/et_pb_text][/et_pb_column] [/et_pb_row] [/et_pb_section]

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles