ইনজুরি নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর তাই এর পরের শেষ দুই টেস্ট ম্যাচ খেলতে পারেনি মুশফিক। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলবেন বলে আশ্বাস দিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
তৃতীয় টেস্টে মুশফিকের খেলা নিয়ে তিনি বলেছেন, ‘মুশফিক রিকোভারি করছে। তবে সে খেলবে কি না সেটা দুই-তিন দিন আগে বলা যাবে। আমরা আশা করছি মুশফিক তৃতীয় টেস্টে খেলবে।’
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচটিতেও জেতার তেমন কোনো সম্ভবনা নেই। আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে। দেখা যাক সেখানে টাইগারদের জন্য কি অপেক্ষা করছে।