আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছিলেন রদ্রিগো ও এডার মিলিতাও। তবে
লা লিগায় ভিনিসিয়ুসে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। জয় পেয়েও তা ঠিক ভাবে উপভোগ করতে পারেনি ক্লাবটি। কারণ জয়ের ম্যাচেই দুঃসংবাদ পেলো তারা। ইনজুরিতে পড়েছেনে একাদশে থাকা দুই ফুটবলার।
রিয়াল মাদ্রিদ প্রথম ধাক্কা খায় ম্যাচের ২০ মিনিটে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরা রদ্রিগো আবারও চোটে পড়ে মাঠ ছাড়েন। তার বদলি মাঠে নামানো হয় তরুণ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে। ক্লাবটি দ্বিতীয় ধাক্কা খায় ম্যাচের ৩০ মিনিটে। ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এডার মিলিতাও।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর)
ম্যাচের পর ক্লাব সূত্রেই জানা যায়, আরো একবার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।
গত বছরের আগস্টে মিলিতাও চোট পেয়েছিলেন বাম হাঁটুতে। সেবার বাইরে থাকতে হয়েছিল ২৩২ দিন। যা তাকে পুরো মৌসুমের জন্য ছিটকে দিয়েছিল। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মিলিতাও-র সুস্থ হতে ৯ মাসের মতো সময় লাগতে পারে। তার মানে এই মৌসুমেও আর ফেরা হচ্ছে না এই সেন্টার ব্যাককে।
এই দুইজনের চোট ব্রাজিলের জন্যও দুঃসংবাদ। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছিলেন এই দুজনই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল, পাঁচ দিন পর তাদের দ্বিতীয় ম্যাচ উরুগুয়ের বিপক্ষে।