10.3 C
New York
Saturday, April 20, 2024

Buy now

পরপারে পাড়ি জমালেন অলরাউন্ডার সেলিম দুরানি

পরপারে পাড়ি জমালেন ভারতীয় সাবেক বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেলিম দুরানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রোববার (২ এপ্রিল) সকালে ভারতের গুজরাটের জামনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার।

পারিবারিক সূত্র খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, তিনি বহুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। এর আগে জানুয়ারিতে তার উরুর হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার অস্ত্রোপচারও করতে হয়েছিল।

আরও পড়ুন: এখনও ব্রাজিল চায় আমাকে: আনচেলত্তি

প্রসঙ্গত, ১৯৩৪ সালের ১১ ডিসেম্বর আফগানিস্তানের রাজধানী কাবুলে জন্মগ্রহণ করেন সেলিম দুরানি। তবে তার বেড়ে ওঠা মূলত গুজরাটের জামনগরেই। এখানেই তার ক্রিকেটে হাতেখড়ি। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছিলেন সৌরাষ্ট্র, রাজস্থান এবং গুজরাতের হয়ে। ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছিলেন তিনি। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল। শেষ টেস্ট খেলেন ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

১৯৬০-১৯৬১ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে কলকাতা ও চেন্নাই টেস্টে ১৮ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেন টেস্টেও ভারতের জয়ে দারুণ অবদান ছিল তার। ক্লাইভ লয়েড ও গ্যারি সোবার্সকে আউট করেছিলেন তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট জয়।

আরও পড়ুন: আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয় পেলো গুজরাট

বর্ণময় ক্রিকেট জীবন তার। টেস্ট দলে একবার তাকে বাদ দেওয়ায় স্লোগান উঠেছিল, ‘নো দুরানি, নো টেস্ট’। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্টে তাকে ডাকতে বাধ্য হয়েছিলেন নির্বাচকরা। এমনই ছিল তার জনপ্রিয়তা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles