অজানা কারণেই আইপিএলের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তার জায়গায় নেতৃত্বের ভার দেওয়া হয়েছে ৩০ বছর বয়সী ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে।
তবে এই পরিবর্তন মেনে নিতে পারছেন না সমর্থকরা। রীতি মতো ক্ষিপ্ত রোহিত সমর্থকরা। তাইতো হার্দিক মাঠে নামার পর থেকেই ‘রোহিত, রোহিত’ চিৎকারে মুখরিত হয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ আবার ভাইরাল হওয়া ভিডিওটিকে আগের বলে দাবি করছেন।
আরও পড়ুন: শেষ রক্ষা হলো না, বড় ব্যবধানেই হারলো টাইগাররা
পান্ডিয়া যখনই বল হাতে নিলেন, ঠিক তখনই দুয়ো দিলেন দর্শকরা। এ বিষয়ে ধারাভাষ্যে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন বলেন, ‘আহমেদাবাদে হার্দিককে ভালোভাবে স্বাগত জানানো হয়নি। যতবারই সে বলের কাছে গিয়েছে, ততবারই শিস দেওয়া হয়েছে। ভারতে এমন কিছু খুব একটা দেখিনি আমি।’