লিগস কাপে ফিলাডেলফিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগেই দুসংবাদ পেলো ইন্টার মিয়ামি। সোমবার অনুশীলন করার সময় ইনজুরিতে পরেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথম চোট পেলেন তিনি।
মঙ্গলবার ভোরে লিগস কাপে ফিলাডেলফিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মেসির খেলা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন: সৌদির ক্লাবে গার্লফ্রেন্ড রাখার অনুমতি পেলেন নেইমার
তবে কোচ জেরার্দো মাটিনো বলেন, মেসির কী হয়েছিল আমি দেখিনি। কিন্তু যদি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হত তাহলে বাকি খেলোয়াড়দের মধ্যে তার প্রভাব দেখতে পেতাম। ওরা স্বাভাবিক ভাবেই অনুশীলন করেছে। তাই চিন্তার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, ফুটবলাররা সব বোঝে। ওদের নিজস্ব ভাবনা রয়েছে। গতবার ওরা ফাইনাল খেলেছে। এবার লিগস কাপের ফাইনালে ওঠার ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী।