ওয়ানডে বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে বেশিরভাগ দল তাদের স্কোয়াড গুছিয়ে ফেলেছে। কিন্তু এই শেষ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানালো, তারা এখনো পরিষ্কার না যে, শাহিন শাহ আফ্রিদিই বিশ্বকাপে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন কি না।
গত বছর পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করার নিশ্চয়তা নেই তার এমনটাই জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।
চলতি বছরের ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওই আসরে পাকিস্তানকে কে নেতৃত্ব দেবেন, তা কিছুদিনের মধ্যেই ঠিক করবে পাকিস্তান।
আরও পড়ুন: অভিমান ভুলে অবসর ভেঙে ফিরছেন আমির
২৫ মার্চ থেকে ফিটনেস ক্যাম্প শুরু করেছে পাকিস্তান। ফিটনেস ক্যাম্প শেষে অধিনায়ক বাছাই করবে পিসিবি। বোর্ড চেয়ারম্যান মসহিন এ সম্পর্কে বলেন, ‘আমি নিজেও জানি না কে অধিনায়ক হবে। শাহিনই থাকবে না নতুন কেউ আসবে, সেটা ফিটনেস ক্যাম্প শেষে জানা যাবে। কিছু কিছু বিষয় আমলে নিয়ে আমরা নতুন অধিনায়ক ঠিক করব।’
কিছুদিন পরপর অধিনায়ক ও নির্বাচক বদলের দীর্ঘস্থায়ী সমাধান চান বোর্ড চেয়ারম্যান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা দীর্ঘস্থায়ী সমাধান চাই, দেখা যাক শাহিনই (অধিনায়ক) হবে, না নতুন কেউ।’