১৫ ম্যাচে ৩০১ রান ও বোলিংয়ে আসর সর্বোচ্চ ২৩ উইকেট নিয়ে বিপিএল ষষ্ঠ আসরের ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হলেন সাকিব আল হাসান।
চলতি আসরে ১টি ম্যাচে অপরাজিত ছিলেন সাকিব আর একটি ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরা। ব্যাট হাতে এসেছে একটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ৬১*।
পুরো টুর্নামেন্টে এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি ৫০০০ ইসএস ডলার ও বাইক জিতে নেন। রংপুরের হয়ে ১৪ ম্যাচে ৫৫৮ রান করা রাইলি রুশো সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন।